বন্যায় ক্ষতিগ্রস্ত মাটির বসতবাড়ি, নেই মাথা গোঁজার ঠাঁই, প্রশাসনের সহায়তা দাবী

প্রশাসনের সহায়তা দাবী।

author-image
Adrita
New Update
দস

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোণাঃ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিয়া গ্রামের ঘটনা। ভান্ডারিয়া গ্রামের বাসিন্দা দুখিরাম মন্ডল,স্ত্রী ও ছেলে বৌমাকে নিয়ে  ছোট্ট মাটির বাড়িতে সুখেই দিন কাটছিল। হঠাৎ করে কিছুদিন আগে বন্যার জলে প্লাবিত হয় এলাকা,সেই বন্যার জলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় দুখিরামের একমাত্র মাটির বসত বাড়ি।তারপরেই দুখিরামের স্থান হয় এলাকার ভান্ডারিয়া জুনিয়র হাইস্কুলের একটি ঘরে। একমাত্র ছেলে বাইরে দিনমজুরের কাজ করে,পুত্রবধূও এহেন অবস্থায় চলে গিয়েছে তার বাপের বাড়ি।হঠাৎ বন্যায় দিন আনা দিন খাওয়া পরিবারের এমন সর্বনাশ হবে ভাবতে পারিনি তারা।এলাকাবাসীও চাইছেন,প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত অসহায় পরিবার পাক মাথা গোঁজার ঠাঁই।

এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি,গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকদের জানানো হলেও দুখিরামের পাশে দাঁড়ায়নি কেউ।অপরদিকে জাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা শঙ্কর চৌধুরীর দাবি,সব ধরনের সাহায্য করা হবে ওই পরিবারটিকে। কেন্দ্র আবাস যোজনা টাকা দেয়নি,রাজ্য সরকার গৃহহীনদের বাড়ি দেবার চেষ্টা করছে,ওই পরিবারটিকে সব ধরনের সাহায্য করা হবে।

i