বন্যা পরিস্থিতির জের, প্রভাব বুঝছে গোটা বঙ্গ, অগ্নিমূল্য বাজার

আর এই ধরনের নানাবিধ কারণের জেরে পচে যাচ্ছে সবজি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Vegetable-Market 1

File Picture

নিজস্ব সংবাদদাতা: সপ্তাহের শুরুর দিনে বাজারে সবজির দামে ছ্যাকা লাগলো মধ্যবিত্তের পকেটে। বন্যার কারণে বিঘের পর বিঘে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে। সেই সঙ্গে সবজি বোঝাই গাড়িও ঠিকঠাক মত আসছে পারছে না। জল জমার কারণে অনেক রাস্তায় অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে দীর্ঘক্ষণ ধরে গাড়ি আটকে থাকছে। আর এই ধরনের নানাবিধ কারণের জেরে পচে যাচ্ছে সবজি। সেটা পুষিয়ে নিতেই দাম বাড়াচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা। 

তবে দুর্দিনের এই বাজারেও হাতে গোনা কয়েকটা সবজির দাম কিছুটা কমেছে। বিশেষ করে লঙ্কার দাম বেশ কমেছে। অপরদিকে পেঁয়াজের মূল্য আজও কমেনি। যদিও পেঁয়াজ মূলত নাসিক থেকে আসে। কিন্তু সেখানেও চাষ ভালো না হওয়ায় আমদানিতে প্রভাব পড়েছে। এমনই দাবি খোদ বিক্রেতাদের।

আজ বাজারের মূল্য খানিকটা এরকম –

বেগুন – ৫০-৬০ টাকা / প্রতি কেজি, ভালো বেগুন – ১২০ টাকা কেজি
পটল – ৪০-৫০ টাকা / প্রতি কেজি 
টমেটো – ৮০ টাকা / প্রতি কেজি
পেঁপে – ২৫-৩০ টাকা / প্রতি কেজি
কাঁকরোল – ৪০ টাকা / প্রতি কেজি
লাউ – ২৫/৪০ টাকা পিস
১০০ গ্রাম ধনেপাতা – ২৫-৩০ টাকা (মানে ২৫০-৩০০ টাকা কেজি)

vegetables
File Picture

ক্যাপসিকাম – ১২০-১৫০ টাকা / প্রতি কেজি
গাজরের দাম – ৮০ টাকা / প্রতি কেজি
জ্যোতি আলু – ৩০-৩৫ টাকা / প্রতি কেজি
চন্দ্রমুখী – ৩৫-৪০ টাকা / প্রতি কেজি
পেঁয়াজ – ৭০ টাকা / প্রতি কেজি
আদা – ২০-৩০ টাকা / ১০০ গ্রামের দাম
রসুন – ৪০ টাকা / ১০০ গ্রামের দাম

লঙ্কা যেটা উল্লেখযোগ্য ভাবে গত সপ্তাহেও রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছিল, যেমন ৬০-৬৫ টাকা'শ হয়ে গিয়েছিল, সেটা আজ তার পুরনো দামে ফিরে এসেছে। 

Adddd