নিজস্ব সংবাদদাতা: জেলাশাসকের উপস্থিতিতে ঘাটাল মহকুমাশাসক কার্য্যালয়ে সমস্ত দপ্তরের আধিকারিকদের রিভিউ বৈঠক হল এদিন। বন্যার পর ঘাটাল সহ মহকুমার পাঁচটি ব্লকের কাজের পর্যালোচনা করা হয়। সেচ, পূর্ত, কৃষি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন পাশাপাশি মহকুমার পাঁচটি ব্লকের বিডিওরাও উপস্থিত ছিলেন।
বন্যার পর রাস্তা ঘাট, পানীয় জল সহ বিভিন্ন কাজের অগ্রগতি খতিয়ে দেখেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী। বাকি কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের। ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয় এবং ক্ষয়ক্ষতির বহরও কম ছিলনা। বন্যা মিটতে ক্ষয়ক্ষতি মেরামতের কাজ শুরু হয়। সেই সমস্ত কাজের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা বৈঠক করেন জেলাশাসক।
কোন দপ্তরের কাজ কি পর্যায়ে রয়েছে সেই দপ্তরের আধিকারিকের থেকে রিপোর্ট নেওয়ার পাশাপাশি কাজ বাকি থাকলে তা দ্রুত শেষ করার নির্দেশ দেন। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, বন্যার পর প্রথম পর্যালোচনা বৈঠক হল ঘাটালে জেলাশাসকের তত্ত্বাবধানে। সব দপ্তরের আধিকারিক ও পাঁচটি ব্লকের বিডিওরাও উপস্থিত ছিলেন এদিন।