স্বাধীনতা দিবস : শহীদ তর্পণ থেকে পতাকা উত্তোলনের আয়োজন

স্কুলে স্কুলে উদযাপন শুরু। রাত পেরলোই স্বাধীনতা দিবস। ঘরে ঘরে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গাষ আজাদী কা অমৃত মহোৎসবের শেষ লগ্নে স্বাধীনতা দিবসকে ঘিরে গৃহীত হয়েছে একগুচ্ছ কর্মসূচি।

author-image
Pallabi Sanyal
New Update
11111


দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : "দেশ মাতাকে বুঝবো গো/ ব্যাথির ব্যথা বুঝবো গো/ ধন্য হবে দেশের মাটি/ ধন্য হবে অন্ন জল। ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে/ ঘুমিয়ে আছে শিশুর পিতা /সব শিশুরই অন্তরে।" 

এই আদর্শকে সামনে রেখে ভারত সরকারের আজাদীকা অমৃত মহোৎসবের সমাপ্তি লগ্নে যে বিশেষ উদ্যোগ সারা ভারতব্যাপী নেওয়া হয়েছে তারই বিশেষ সুযোগ পেয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং পশ্চিম চক্রের অন্তর্গত আশাপুরা প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের উদ্যোগে আজ এবং আগামীকাল দুই দিনব্যাপী চলছে এক বিশেষ কর্মযজ্ঞ, যার প্রধান দুটি বিষয় "মেরি মাটি মেরি দেশ" বিভাগে থাকছে শহীদ তর্পণ, আমাদের স্বাধীনতার জন্য নিবেদিত প্রাণকে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হচ্ছে। থাকছে সেলফি জোনে সকলের বিশেষ ছবি তোলার ব‍্যবস্থা। " বসুধা বন্ধন " পর্বে ভূমিপূজা, ১২২ টি বৃক্ষরোপণ ১২২ টি মাটির দীপ নিয়ে শপথ গ্রহণ ৭৫ জন গৃহবধুর মঙ্গল শঙ্খ ধ্বনির সাথে শহীদ আরতি ও দীপ ভাসানোতে মুখরিত হল।  দীপ ভাসানোর  জাতীয় পতাকা অঙ্কন প্রতিযোগিতা, জাতীয় পতাকার রোঙ্গৌলি তৈরি প্রতিযোগিতা,তার সঙ্গে  "হরঘর তেরঙ্গা" এই কর্মসূচিতে প্রতিটি ছাত্রের বাড়িতে বাড়িতে গিয়ে  জাতীয় পতাকা উত্তোলন এবং একটি করে ফলের চারা লাগনো হল।  জাতীয় উত্তোলন করে সমবেত কণ্ঠে রাষ্ট্রীয় নানান ব‍্যণ্ডের তালে তালে এলাকা মুখরিত হয়। মঙ্গল সঙ্খের ধ্বনি,ব‍্যাণ্ড, রম্পা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ভারতের অমর শহীদদের স্মৃতিতে মঙ্গলে মঙ্গল আরতি ও মঙ্গলদীপ ভাসানোর কর্মসূচি অনুষ্ঠিত হল।