দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : একই পরিবারের ৫ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব! যার পরিমান প্রায় এক লক্ষ। হঠাৎ মোবাইলে মেসেজ আর সেই মেসেজেই দেখা যাচ্ছে টাকা গায়েব। মেসেজে উল্লেখ রয়েছে "AEPS cash withdrawal"। পরিবারের সদস্যদের দাবি, জমি রেজিস্ট্রি করতে গিয়ে ছিলেন একবছর হতে চললো,সেখান থেকেই হয়তো পরিবারের সকল সদস্যদের ফিঙ্গারপ্রিন্ট থেকেই প্রতারিত হয়েছেন। ইতিমধ্যেই পুরো ঘটনাটি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের সদস্যরা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় কৃষক পরিবারের নেমে এসেছে চরম দুশ্চিন্তা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের আগর গ্রামের।আগর গ্রামের কৃষক পরিবারের সদস্য রনজিত রায়,অভিজিৎ রায়,অনিল রায়,অজিত রায়। তাদের দাবি, শুক্রবার মোবাইলে মেসেজ আসে,দশ হাজার করে কয়েক দফায় টাকা কাটা হয়েছে। একই পরিবারের পাঁচ ভাইয়ের টাকা কাটার ঘটনায় দ্রুত ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন তারা। এমনকি পুলিশ প্রশাসনকেও বিষয়টি লিখিত আকারে জানান।পাঁচ ভাইয়ের রাষ্ট্রায়ত্ব দুটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই অজান্তে এভাবেই গায়েব হয়ে গিয়েছে টাকা, এমনটাই জানান তারা।