ষাঁড় চুরি করে পালানোর সময় ৭টি ষাঁড়সহ ধৃত পাঁচ

ধৃত পাঁচজন।  

author-image
Adrita
New Update
ক

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ষাঁড় চুরি করে পালানোর সময় সাতটি ষাঁড়সহ ধৃত পাঁচ। সূত্র মারফত জানা গিয়েছে যে,
ঘটনায় জানা গেছে গতকাল একটি আইচার ছয় চাকা লরিতে সাতটি ষাড় নিয়ে জাতীয় সড়ক হয়ে কলকাতা দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় নারায়ণগড় থানার বাঁশগাড়িয়া এলাকায় ১৬ নং জাতীয় সড়কে পেট্রোলিং ভ্যান লরিটিকে আটকায় লরিটিকে। লরিটিতে তল্লাশি চালিয়ে দেখা যায় বেশ কয়েকটি ষাঁড় বাঁধা অবস্থায় রয়েছে। সেগুলি বিভিন্ন এলাকা থেকে তুলে গাড়িতে পাচার হচ্ছিল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

যদিও গরু পাচারকারীরা সকলেই কলকাতা সাউথ ২৪ পরগনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনায় আরো জানা গেছে এই পাচার চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা গরু নিয়ে প্রচার করছিল, এমনকি পাশের রাজ্য উড়িষ্যা থেকেও গরু এবং ষাঁড় পাচার চলছিল । এই চক্রীয় সক্রিয় রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে এদেরকে জিজ্ঞাসা বাদ করে এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তারও তদন্ত চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ। ধৃতদের আজ খড়গপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।