মৎস্যজীবীদের জালে বিশালদেহী অজানা প্রাণী ! নদীতে কি হাঙ্গরের উপস্থিতি ?

আতঙ্কে মৎস্যজীবীরা।

author-image
Adrita
New Update
গফ

নিজস্ব সংবাদদাতা, দাসপুরঃ রূপনারায়ণ নদীতে মৎস্যজীবীদের জালে উঠল বিশালদেহী অজানা প্রাণী। প্রাণীটি দেখতে অনেকটাই হাঙ্গরের মতো। ঘটনাটি ঘটেছে দাসপুরের কুল্টিকরী গ্রামে। ওই এলাকার স্থানীয় এক বাসিন্দা রাধেশ্যাম মন্ডল জানান, ' গতকাল দুপুরে কুল্টিকরী কালীতলা লঞ্চঘাটে কয়েকজন মৎস্যজীবী জাল ফেলে মাছ ধরছিলেন। সেই সময়ই তাদের জালে উঠে আসে এই অদ্ভুত প্রাণীটি। প্রায় ৪ ফুট লম্বা ও ৮ কেজি ওজনের ওই প্রাণীটিকে তারা হাঙ্গর বলে দাবি করছেন। তবে জল থেকে তোলার পরপরই সেটি মারা যায়।

রবিবার দুপুর ২টা নাগাদ অমর পাত্র নামে এক মৎস্যজীবীর জালে হাঙ্গরের ন্যয় দেখতে ওই প্রাণীটি ধরা পড়ে। মৃত ওই প্রাণীটিকে পরে অবশ্য পুনরায় নদীর জলে ফেলে দেয়া হয় বলে জানা গেছে। গত বছরও ওই নদীতে একইরকম একটি প্রাণীর দেখা মিলেছিল বলে জানিয়েছেন রাধেশ্যামবাবু। নদীতে হাঙ্গরের উপস্থিতি ? স্বভাবতই ভয় ধরিয়েছে সাধারণ মানুষের মনে।

Add 1