মাছ নয়, জালে উঠল ব্যালট পেপার!

এবার ঘটল আজব কাণ্ড। মাছের বদলে জেলের জালে উঠে এলো অগুনতি ব্যালট পেপার। দৃশ্য অবাক করে দেওয়ার মতো। সঙ্গে সঙ্গে ভিড় মানুষের। ঘটনা এই বাংলার।

author-image
Anusmita Bhattacharya
New Update
ballotp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভোটের পর কেটে গিয়েছে ৭ দিন। গণনাও শেষ। তবু এখনও রাজ্যের কোথাও উদ্ধার হচ্ছে আধ পোড়া ব্যালট, কোথাও আবার ঠিকঠাক পাওয়া যাচ্ছে না ভোটের হিসাব। এরই মধ্যে পঞ্চায়েত ভোটের এক সপ্তাহ পর পুকুর থেকে পাওয়ার গেল ব্যালট পেপার। জেলেদের জালে মাছের বদলে উঠে এল গুচ্ছ গুচ্ছ ব্যালট পেপার। এই ছবি দেখা গিয়েছে বসিরহাটের হাসনাবাদ ব্লকের পাটলিখানপুর গ্রাম পঞ্চায়েতের পাটলিখানপুর গ্রামে।

সকালে পাটলিখানপুর গ্রামের একটি পুকুরে মাছ ধরা হচ্ছিল। জলে জাল ফেলতেই সেটা ভারী হয়। মাছ ভেবে ধীরে ধীরে জাল টেনে ডাঙায় তুলে দৃশ্য দেখে চোখ ছানাবড়া হয়ে যায় সুবহান গাজী নামে এক জেলের। জালে মাছ নয়, জড়িয়ে আছে প্রচুর ব্যালট পেপার। খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে যায়। ভোটের দিন এই এলাকায় ব্যাপক সন্ত্রাসের অভিযোগ এসেছে।