নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত নির্বাচনের সময়ে ব্যাপক হিংসার ছবি দেখা গিয়েছিল উত্তর দিনাজপুরের চোপড়ায়। রাজনৈতিক হানাহানিতে ঝরেছিল রক্ত। এবার ফের উত্তপ্ত চোপড়া। সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় চোপড়া বিধানসভার ইসলামপুর ব্লকের সুজালি গ্রাম পঞ্চায়েতের আতালডাঙি গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। চলে গুলি। গুলিবিদ্ধ হয়েছেন প্রায় ১৪ জন। জানা গিয়েছে, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল হকের নেতৃত্বে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। যদিও আহত এক তৃণমূল কর্মীর দাবি, নির্দলেরা এই গুলি চালিয়েছে। গোটা ঘটনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আহতদের উদ্ধার করে ইতিমধ্য়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ।