দলের বিরুদ্ধে গিয়ে মহুয়াকে সমর্থন ফিরহাদের?

মহুয়া মৈত্র বিতর্কে দল কোনও মন্তব্য করবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ। কিন্তু হঠাতই যেন ঘটল ছন্দপতন।

author-image
SWETA MITRA
New Update
firhad mahua.jpg

  নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) বিষয়ে তৃণমূল জড়াবে না বলে কার্যত সাফ জানিয়ে দিয়েছিলেন দলেরই মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। যদিও এবার ভিন্ন সুর শোনা গেল তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের (Firhad Hakim) গলায়। দল পাশে না দাঁড়ালেও কার্যত ফিরহাদ হাকিমকে এই 'দুর্দিনে' পাশে পেলেন মহুয়া মৈত্র। আজ রবিবার ফিরহাদ হাকিম জানান, 'দলের অবস্থান কী তা আমি জানি না, আমি তো আর মুখপাত্র নই।  মহুয়া সরব হয়েছে বলেই হয়তো ষড়যন্ত্রের শিকার মহুয়া।  আমি মনে করি মহুয়া যেহেতু মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তাই তাঁকে বিপাকে ফেলার চেষ্টা হচ্ছে। মহুয়া মৈত্রের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। আদানিকে বাঁচাতে এত চেষ্টা কেন করছে বিজেপি?'