নিজস্ব সংবাদদাতা : পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। জানা গিয়েছে, বাসন্তী পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল। রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই বিস্ফোরণ হয়। তখনই পুরো বাড়িতে আগুন ধরে যায়। ঘটনা স্থলে ঢোলাহাট থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
/anm-bengali/media/media_files/qTn7ntBPWIT07ofFLOqQ.jpg)