আগ্নেয়াস্ত্র! পঞ্চায়েত নির্বাচন নিয়ে বাড়ছে আতঙ্ক

রাজ্যে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। মনোনয়ন পর্বের শুরু থেকেই যেভাবে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে, তাতে এই ঘটনার পর ফের উঠছে প্রশ্ন, পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো?

author-image
Pallabi Sanyal
New Update
123

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বোমা উদ্ধার যেমন নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে, তেমন উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্রও। মনোনয়নকে ঘিরে যে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে তাতে ভোট কতটা শান্তিপূর্ণ হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তার ওপরে বীরভূম জেলায় সিউড়ি থানা এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চড়ছে পারদ। জানা যাচ্ছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) একটি দল একটি অভিযান পরিচালনা করে। আটক করা হয়  আব্দুল রহিম নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি সেমি-অটোমেটিক পিস্তল ও একটি পাইপগান সহ ৭১ রাউন্ড তজা কার্তুজ ও পাঁচটি ম্যাগাজিন । ঘটনায় অস্ত্র আইন, ১৯৫৯-এর অধীনে সিউরি থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে।