অগ্নিমূল্য বাজার ! মাথায় হাত মধ্যবিত্তের, কি খাবে বাঙালি এবার ?

ব্যাপক মূল্যবৃদ্ধি।

author-image
Adrita
New Update
ই

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভোটের পরে শাক সবজির দাম বেড়েছে। বাজার অগ্নিমূল্য। মধ্যবিত্তের পকেট আগুন। সাধারণের আলু পেয়াজের দামও আকাশ ছোঁয়া। খুচরো এবং পাইকারি দুই বাজারেই সবজির দাম চড়া। 

 বাজার সূত্রে জানা গিয়েছে যে, বর্তমানে আলু প্রতি কেজি ৩৫-৪৫ টাকা, পেঁয়াজ ৪০-৬০টাকা, কাঁচালঙ্কা ১৫০-২০০টাকা প্রতি কেজি, রসুন প্রতি কেজি  ৩০০ টাকা, আদা প্রতি কেজি ৩০০-৪০০ টাকা, শশা কেজি প্রতি ৮০-৯০ টাকা। 

যদিও এই মূল্যবৃদ্ধির কারণ অতিরিক্ত গরমে সবজির শুকিয়ে যাওয়াকেই দায়ী করেছেন ব্যবসায়ীরা। 

Adddd