নিজস্ব সংবাদদাতা: তীব্র গরমের মধ্যে পরিত্যক্ত ঘরে আগুন লাগার ঘটনা মেদিনীপুরে। আগুন নেভাতে হিমশিম খেল দমকল। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক ক্যাম্পাসে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল একটি ঘর। সেখানে করোনা পরিস্থিতির সময় মাস্ক, স্যানিটাইজারসহ অন্যান্য সামগ্রী মজুত করে রাখা ছিল। তাতেই আগুন লাগার ঘটনা ঘটে।
এদিন বিকেলে ধোঁয়া বের হতে দেখে তড়িঘড়ি খবর যায় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। জেলা শাসক চত্বরে আগুন লাগার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। কীভাবে আগুন লাগল খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা। ওই রুমের ভেতর থেকে মাস্ক, স্যানিটাইজার, কাগজ বের করে আগুন নেভাতে উদ্যোগী হন দমকল কর্মীরা।