নিজস্ব সংবাদদাতা: নবীগঞ্জের বাল্লা জগন্নাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রাইসমিল ভস্মীভূত হয়ে গেছে। গতকাল শনিবার ভোর ৪ টার দিকে এই ঘটনা ঘটে।
কখন ও কিভাবে আগুনের সূত্রপাত হল কেউ বলতে পারেননি। আগুন ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা প্রথম টের পান। ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয় মানুষ কয়েক ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ করে। পরিবারের প্রবাসী সদস্য অভিষেক শেখর জিকু তার ফেসবুকে গভীর রাতে আগুন লাগার সংবাদটি শেয়ার করেন।
পরে যোগাযোগ করলে, মিলটির পরিচালক ধীমান শেখর জানান যে প্রতিদিনের মতোই তিনি মিলটি বন্ধ করেন। আসার আগে সবকিছু পরীক্ষা করে বন্ধ করে বাড়ি ফেরেন। বৈদ্যুতিক কারণেও অগ্নিকাণ্ডের কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি।
/anm-bengali/media/media_files/2025/03/24/B1ZeisldNlIdBMSaYBJI.PNG)
শত্রুতা করে কেউ আগুন লাগিয়ে সেটাও কেউ মনে করেন না। আগুনে যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি পারিবারিক অন্য ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ব্যবসাটি পুনরায় চালু করতে হলে সম্পূর্ণ নতুনভাবে সবকিছু করতে হবে। মিলের পাশের কক্ষে থাকা ২ টি ছাগল ও ৩০টা মুরগি জীবন্ত পুড়ে গেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা কেউ এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনও ধারণ করতে পারছেন না।