সরকারি দফতরে আগুন! হাত ছাড়া হতে পারে জমি! মাথায় হাত সাধারণের

ভয়াবহ আগুনে পুড়ে ছাড় সরকারি দফতরের নথি! জমির নথি ভস্মীভূত! হাতছাড়া হতে পারে জমি! আতঙ্কে দুর্গাপুরবাসী। দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে অন্যকোনো কারণ?

author-image
Pallabi Sanyal
New Update
Zsxs

হরি ঘোষ, দুর্গাপুর : আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দুর্গাপুরের দফতরে বিধ্বংসী আগুন। এই বিধ্বংসী আগুনে  দুর্গাপুরবাসী তাদের জমি জমা সংক্রান্ত সমস্ত নথি পুড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন ।
সোমবার রাত্রি ১টা ৩০ মিনিট নাগাদ আগুন লাগার ঘটনা ঘটলেও মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে প্রচন্ড বেগ পেতে হয়। দুর্গাপুর অন্ডাল রানীগঞ্জ থেকে ১২ টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
 দুর্গাপুর এলাকার বাসিন্দা পীযূষ মজুমদার ঘটনাস্থলে এসে আশঙ্কা প্রকাশ করে জানান, এই ঘটনার পিছনে কোন ষড়যন্ত্র থাকতে পারে। কেননা, বিল্ডিং এর এত নিরাপত্তা রয়েছে চারিদিকে, রয়েছে সিসিটিভির বলয়, একতলায়, দোতালায় আগুন লাগল না, একেবারে আগুন লাগল তিনতলায়। পীযূষ বাবু বলেন, এই ঘটনার পরও শহরের লোকেদের জমি জমা সংক্রান্ত সমস্ত দলিলপত্র খুঁজে পাওয়া যাবে কিনা সেই নিয়েই সংশয় রয়েছে। আর তাতেই আতঙ্কিত শহরবাসী । পাশাপাশি তিনি বলেন দমকলের সেরকম অত্যাধুনিক ব্যবস্থা নেই। যেখানে ল্যাডারর সাহায্যে উপরে উঠে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। অবশেষে অন্ডাল থেকে একটা ল্যাডার যুক্ত দমকল আনা হয়।
অন্যদিকে সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন  এডিডিএ এর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়। তিনি জানান, আজ মধ্যরাতে কর্মরত নিরাপত্তারক্ষীরা দফতরের শৌচালয়ের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখতে পান। এরপরেই হইচই পড়ে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে। খবর পেয়ে ছুটে আসেন এডিডিএর চেয়ারম্যান থেকে শুরু করে সকল আধিকারিক ও কর্মীরা। আসেন দুর্গাপুরের মহকুমাশাসকও। কিন্তু আগুনের ভয়াবহতা ক্রমশই বাড়তে থাকে।আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল বাহিনীকে। সকাল ৬:৩০ মিনিট নাগাদ শেষ পাওয়া খবরে আগুনের তীব্রতা কমলেও আগুন পুরোপুরি তখনও নিয়ন্ত্রণে আসেনি। তাপসবাবু আরো জানান, ঠিক কি কারনে আগুন লেগেছে তা এখনই জানা যায়নি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ কত তাও এখনই অনুমান করা সম্ভব হচ্ছে না। তবে জররী প্রচুর নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি তিনি এও বল তাপস বাবু এও জানান এই ঘটনার পূর্ণাঙ্গ এবং সঠিক তদন্ত হবে। তবে এই আগুন লাগার ঘটনার পিছনে কোন অন্তরঘাতের কারণ দেখছেন না তিনি বলে জানান।