ভয়াবহ আগুন - আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা

ডোডা জেলার গান্দোহ এবং ভালেসা এলাকায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বন বিভাগের দল এবড়ো খেবড়ো ভূখণ্ডের কারণে ক্ষতির পরিমাণ কমানোর চেষ্টা করছে।

author-image
Debapriya Sarkar
New Update
fireioop1.jpg

নিজস্ব সংবাদদাতা : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ এবং ভালেসা এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। কনজারভেটর ফরেস্ট চেনাব সার্কেল ডোডা, সন্দীপ সিং জানান, "আগুন নেভানোর জন্য আমরা গন্দোহ এবং চেরাল্লা বিভাগ থেকে বন বিভাগের বিশেষ দল পাঠিয়েছি। এছাড়াও, বন সুরক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে।"

publive-image

তিনি বলেন, "এবড়োখেবড়ো ভূখণ্ড এবং দুর্গম এলাকা থাকার কারণে কর্মীদের জন্য আগুনের স্থানগুলোতে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্য রয়েছে।"

publive-image

বন বিভাগ আরও জানিয়েছে, আগুনের কারণে যাতে আরও ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।