নিজস্ব সংবাদদাতা : নদিয়ার কৃষ্ণনগরের বৌবাজার এলাকায় মঙ্গলবার রাতে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে, যা পুজোর আনন্দের মধ্যে এক গভীর শোক ছড়িয়ে দেয়। দিলীপ রায় (৫২) নামে এক ব্যক্তি ‘আমরা সবাই’ ক্লাবের দোতলায় আগুনে পুড়ে মারা যান। এই দুর্ঘটনা ঘটেছিল যখন শহরের একাংশে জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের শোভাযাত্রা চলছিল এবং চারদিকে নাচ-গান ও উৎসবের আমেজ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাবের দোতলায় আচমকা আগুন লাগার পর, দ্রুত তা ছড়িয়ে পড়ে। ক্লাবের ভিতরে কিছু ব্যাটারি ও অন্যান্য সামগ্রী মজুত ছিল, যা আগুনের দ্রুত বিস্তার ঘটায়। আগুন দেখে ক্লাবের অন্যান্য সদস্যরা উদ্ধার করতে এগিয়ে গেলেও, দিলীপবাবু ইতিমধ্যেই অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে ছিলেন। তাকে দ্রুত শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই দমকল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং দুটি ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে, আগুনের সূত্রপাত কীভাবে হল, তা এখনও জানা যায়নি। ক্লাবের সদস্য উত্তম বলেন, "ওইখানে ক্লাবের সদস্য ছিল, আগুন ধরে যায়। আমরা পারলাম না বাঁচাতে।"
এই দুর্ঘটনাটি পুরো এলাকা শোকস্তব্ধ করেছে, কারণ একদিকে যখন পুজোর শোভাযাত্রা চলছে, তখন এই অগ্নিকাণ্ডের কারণে এক পরিবারের সদস্যকে হারানোর দুঃখে বিহ্বল সবাই।