নিজস্ব সংবাদদাতা: আতশবাজির আগুনে চোখ উড়ল দশম শ্রেণীর এক ছাত্রের। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুরের। ওই ছাত্রের নাম প্রতাপ দলুই। বাড়ি এনায়েতপুরেই।
জানা গিয়েছে, সোমবার দীপাবলি উপলক্ষে আতশবাজি নিয়ে প্রতিযোগিতা চলছিল গ্রামেরই দুই পাড়ার মধ্যে। অনেকেই এটাকে 'রাম রাবণের যুদ্ধ' বলেও আখ্যায়িত করেন। তা চলাকালীন আতশবাজির আগুন ছিটকে এসে লেগে যায় ওই ছাত্রের চোখে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রাতেই মেদিনীপুর হাসপাতালে নিয়ে আসা হয়।
পরিস্থিতির অবনতি দেখে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। জানা গিয়েছে, চোখের অবস্থা খুব একটা ভালো নয়। ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয় আতশবাজি প্রতিযোগিতা।
পাশাপাশি ওই দিন রাতে এনায়েতপুর এলাকায় পথদুর্ঘটনায় আহত হন এক সিভিক ভলান্টিয়ার। তার নাম গোপাল মান্ডি। তিনি জানিয়েছেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে একটি মোটর বাইক এসে তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিনি পড়ে যান। তাকেও উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার একটি পায়ের হাড় ভেঙে গিয়েছে। আটক করা হয়েছে মোটরবাইকটিকে।