হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি এলাকার দেশবন্ধু নগরে ঈদগা মাঠে ভয়াবহ আগুন। নিমেষের মধ্যেই বিশাল আকার ধারণ করে আগুনের লেলিহান শিখা। স্থানীয়রা তড়িঘড়ি দমকলে খবর দিলে ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মী আহত হয়। মাঠের মধ্যে এত বড় প্লাস্টিক কে রাখল সেই হদিস পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে খবর, স্থানীয় এক ব্যক্তি এই মাঠে এই বড় প্লাস্টিকগুলো রাখতেন এবং সেগুলি গাড়ি করে আবার অন্যত্র নিয়ে যেতেন। আজকে এই আগুন লাগার খবর জানতে পেরে তিনি প্রথমে এলেও, এলাকায় উত্তেজনা থাকায় তিনি এলাকা ছেড়ে চম্পট দেন।
তবে প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসন এবং নগর নিগমের ভূমিকা নিয়ে। তাদের নজর এড়িয়ে কিভাবে প্রকাশ্য মাঠের মধ্যে প্লাস্টিক মজুত করা হতো? বড়সড়ো দুর্ঘটনা না ঘটলে কি নজর পড়বে না পুলিশ প্রশাসন ও দুর্গাপুর নগর নিগমের?