হঠাৎ আগুন! প্রশ্নের মুখে নিরাপত্তা

কোন কারণবশত হঠাৎ গ্যাস কাটার দিয়ে কাটিং করার সময় পুরনো সিএইচপির কাঠামোতে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই যে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলকে।

author-image
Pallabi Sanyal
New Update
পুরনো সিএইচপি-তে আগুন

সোনপুর বাজারি খোলা মুখ খনির পুরনো সিএইচপি-তে আগুন

হরি পাণ্ডবেশ্বর  : পাণ্ডবেশ্বরের ইসিএলএ-র সোনপুর বাজারে খোলা মুখ খনির পুরনো সিএইচপি-তে আগুন। বিগত প্রায় এক বছর আগে এই সিএইচপিটি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনা ঘটে। সোনপুর বাজার কর্তৃপক্ষের নিরাপত্তা নিয়ে ওঠে প্রশ্ন। সূত্রের খবর, পুরনো ভেঙে যাওয়া সিএইচপি-র কাটিং এর কাজ চলছিল স্ক্রাপ করার জন্য। কোন কারণবশত হঠাৎ গ্যাস কাটার দিয়ে কাটিং করার সময় পুরনো সিএইচপির কাঠামোতে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই যে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলকে।