নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: হঠাৎই বাড়ির ভেতরে থেকে বের হচ্ছে ধোঁয়া। প্রথমে প্রতিবেশীরা ভেবেছে হয়তো ভেতরে উনুন জ্বালিয়েছে। কিন্তু পরে বুঝতে পারলেন বাড়ির ভেতরে আগুন ধরে গিয়েছে। স্থানীয়রা বাইরে থেকেই বালতিতে করে জল ছিটিয়ে নেভানোর চেষ্টা করেন। কিন্তু তা সম্ভব হয়নি। খবর যায় দমকল বিভাগে। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাটি মঙ্গলবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকের চিলগোড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা সুশীল দাসের বাড়িতে আগুন লেগে যায়। বাড়ির ভেতরে থাকা সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় চোখের সামনে। কোনও কিছুই রক্ষা করতে পারলেন না। তবে রক্ষে পেয়েছে ওই বাড়ির বাসিন্দারা কারণ ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয় বসিন্দারা জানিয়েছেন, এদিন বিকেল বেলায় ওই বাড়িতে কেউ ছিল না। সুশীল বাবু তার পানের দোকানে ছিলেন। হঠাৎই বাড়ির ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হতেই খবর দেওয়া হয় সুশীল বাবুকে। প্রতিবেশী ও স্থানীয় মানুষজন মিলে বালতিতে করে জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তারা বুঝতে পারেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তাই সাহস করে বাড়ির ভেতরে কেউ প্রবেশ করেননি। খবর দেওয়া হয় দমকলে। দমকল আসার আগেই বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র, বিছানা, জামা-কাপড় সহ সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে বাড়ির ভেতরে থাকা আগুন সমস্ত নিভিয়ে ফেলে। স্থানীয়রা জানিয়েছেন, অনেক কষ্ট করে একটি পাকা বাড়ি তৈরি করেছিলেন সুশীলবাবু। পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হলো তাঁর।