নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী মোদীকে হত্যার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছিলো। সেই ভিডিওর জন্য মহম্মদ রসুল কাদ্দারের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। বিজেপি নেতা এবং সিনিয়র অ্যাডভোকেট নলিন কোহলি বলেছেন, "এটি দেখায় যে এই ধরনের মানুষরা হঠাৎ করে কর্ণাটকে আসতে শুরু করেছে, যারা "পাকিস্তান জিন্দাবাদ" বলতে চায়। যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিচ্ছে এবং যারা একটি নামী রেস্তোরাঁয় বোমা রাখছে। কর্ণাটক পুলিশ এবং অন্যান্য সংস্থা সতর্ক ভাবে কাজ করছে ঠিকই। কিন্তু এই সবের পিছনে এদের মানসিকতাটা ঠিক কী? কেন তারা মনে করে যে তারা এখন এইসব কাজ করতে পারে? বিজেপি সরকারের জামানায় তো তারা এগুলো করতে পারেনি। এটি একটি গুরুতর বিষয়। এই রাজ্যের ও দেশের নিরাপত্তার বিষয়। এটা আমাদের নাগরিকদের প্রত্যাশার বিষয় যে তারা নিরাপদে থাকবেন। এই ধরনের দেশ বিরোধী মানুষদের এই দেশে কোনো জায়গা নেই।"