প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের!

ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রণত টুডুকে নিয়ে বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
coverpranat

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ষষ্ঠ দফায় ভোটের দিন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আক্রান্ত হন। ভোটের ৪ দিন পর বৃহস্পতিবার গড়বেতা থানার পুলিশ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই করল এফআইআর। গত ২৫ মে ভোটের দিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের গড়বেতা বিধানসভা এলাকায় ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রণত টুডু গন্ডগোল পাকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। আর তাই ঘুরে বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই অ্যাকশন পুলিশের। 

খুনের চেষ্টা ও মারধরের অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রজু করল গড়বেতা থানা। মানিক পাঠান নামে এক যুবক ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর নামে গড়বেতা থানায় এফআইআর দায়ের করে। তার অভিযোগ সে এবং তার দিদি ভোট দিয়ে বাড়ি ফিরছিল, সেই সময়ে প্রণত টুডু ও তার লোকজন তার দিদিকে নিয়ে কটুক্তি করে এবং মারধর করে। সেই মর্মে ওই ব্যক্তি গড়বেতা থানায় লিখিত অভিযোগ দায়ের করল।

 

Add 1