মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের সন্ধান, আটক ২ অভিযুক্ত

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে দালাল চক্রের সদস্যদের আটক করা হয়েছে। তারা রোগীদের বেসরকারি ল্যাবরেটরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে সতর্ক ছিল এবং রোগীদের সচেতন করতে মাইকিংসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছিল। তবে শুক্রবার দুপুরে হাসপাতালের ভেতরে একটি দালাল চক্রের কার্যকলাপ ধরা পড়ে।

publive-image

প্রতিদিনই হাসপাতালের চিকিৎসকরা রোগীদের জন্য বিভিন্ন পরীক্ষা বা রক্ত পরীক্ষা করার প্রেসক্রিপশন প্রদান করেন। কিন্তু, কিছু বেসরকারি ল্যাবরেটরির এজেন্টরা হাসপাতালের আউটডোরে দাঁড়িয়ে, রোগীদের ভুল বুঝিয়ে এবং প্ররোচনা দিয়ে তাদের বাইরের ল্যাবরেটরিতে নিয়ে যাচ্ছিল। রোগীদের রক্ত ও অন্যান্য নমুনা পরীক্ষার জন্য হাসপাতাল থেকে বের করে, তাদেরকে বিশেষভাবে প্রলোভন দেখিয়ে এসব ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছিল।

publive-image

এমনই এক চক্রের তথ্য পেয়ে শুক্রবার দুপুরে হাতেনাতে ধরা পড়ে দুই যুবক। তাদেরকে হাসপাতালে কর্তৃপক্ষ আটক করে কোতোয়ালি থানায় পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

publive-image

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং রোগীদের প্রতি আরও বেশি সতর্কতা অবলম্বন করার জন্য হাসপাতালটি আগের থেকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।