নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গত ৩০ নভেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশিয়াড়ি ব্লকের হাতিগেড়িয়ার জঙ্গলে হাতির হানায় মৃত্যু হয় এলাকার এক যুবকের। মৃত্যু হওয়া যুবকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হল রাজ্য সরকারের পক্ষ থেকে।
পরিবারের সদস্যদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরিত পারিবারিক আর্থিক সাহায্যের পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন বিধায়ক। সোমবার সকালে ওই পরিবারের সদস্যদের হাতে সেই সাহায্য তুলে দেন বিধায়ক পরেশ মুর্মু। সঙ্গে ছিলেন বেলদা রেঞ্জের আইসি বিশ্বজিৎ হালদার, উপপ্রধান কালাচাঁদ সানকি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।