নিজস্ব সংবাদদাতা: অবশেষে আদালতের নির্দেশে মেদিনীপুর কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচনে মনোনয়ন জমা দিল সিপিএমের চার প্রার্থী। নমিনেশন তোলায় বাঁধা দেওয়ার অভিযোগ তুলে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম। বিচারপতি কৌশিক চন্দ্র রিটার্নিং অফিসারকে নির্দেশ দেন বৃহস্পতিবার বিকেলের মধ্যে নমিনেশনের ব্যবস্থা করতে হবে এই চার সিপিএম প্রার্থীর। সেই মতোই, আজ চার বাম প্রার্থী নমিনেশন জমা দিল পিপলস কো-অপারেটিভ ব্যাংকে।
সিপিএমের সুকুমার আচার্য বলেন, "স্বৈরাচার কখনও শেষ কথা বলেনা। বাবারও বাবা আছে! আদালতের নির্দেশে আমরা চারজন মনোনয়ন তুলে জমা দিতে পেরেছি। এই মনোনয়ন জমা দিয়ে আমরা প্রমাণ করলাম, প্রথম দিন মনোনয়ন জমা দিতে আসার সময় শাসক দল আমাদেরকে আক্রমণ করেছিল সেটা স্বচক্ষে আলো, তাই আদালত নির্দেশ দিলো মনোনয়ন জমা দেওয়ার।"