রাজ্যে অবশেষে স্বস্তি, দক্ষিণবঙ্গে নামতে চলেছে ঝেঁপে বৃষ্টি

রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরা ফেরা করছে।

author-image
Adrita
New Update
গতফ্র

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরে স্বস্তি দিতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। 

Up to Very Heavy Rains to Lash Assam, Meghalaya, West Bengal, Bihar |  Weather.com

আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, বিহারের ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। জানা গিয়েছে যে, দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ঝড়-বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। 

Summer rain in Kerala brings relief to KSEB, peak demand declines by 1,500  MW

Add 1