নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে নবজোয়ার যাত্রার সূচনা ঘটিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২ মাস ব্যাপী এই জনসংযোগ যাত্রার ৪৫ দিন পার হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামীকাল নবজোয়ার যাত্রার বয়স হবে ৪৮ দিন। দেখতে দেখতে যেমন পঞ্চায়েত নির্বাচনের দিন এগিয়ে আসছে, অন্যদিকে, তেমন শেষের পথে নবজোয়ার যাত্রা। আগামীকাল হবে নবজোয়ার যাত্রার অন্তিম পর্বের সূচনা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিকেলে যাবেন ভাঙড়ে। যে ভাঙড়ে নিত্যদিন অশান্তি লেগেই রয়েছে। সেখান থেকেই নবজোয়ারের সমাপ্তি পর্বের শুরু হতে চলেছে। আগামীকাল নবজোয়ার যাত্রা শুরু হবে ভাঙড়ের বাসন্তী হাইওয়ের চণ্ডিপুর থেকে। প্রথমে ঘটকপুকুর চৌমাথায় যাবেন অভিষেক। সেখান থেকে ঘটকপুকুর সোনারপুর রোড ধরে সোনারপুরে পৌঁছাবেন। ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে সাজো সাজো রব। রাস্তায় পড়েছে বড় বড় ব্যানার, হোর্ডিং। রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের ওপর বিশেষ নজর দিয়ে চলছে তা সরিয়ে দেওয়ার কাজ। কাটা পড়ছে গাছও। দলীয় ফেস্টুনের পাশাপাশি দলীয় পতাকাতেও মুড়ছে অভিষেকের যাত্রা পথ।
ভাঙড়ের বুকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন সেই অপেক্ষায় তৃণমূলের কর্মী-সমর্থকরা। সংবেদনশীল এলাকা ভাঙড়ে অশান্তি যেন নিত্য দিনের সঙ্গী। এখানকার বিধায়ক হলেন আইএসএফের নওশাদ সিদ্দিকী। বোমা উদ্ধার থেকে আইএসএফ-তৃণমূলের সংঘর্ষ শিরোনাম দখল করছে ঘন ঘন। অভিষেক অশান্তির প্রেক্ষিতে কোনো বিশেষ বার্তা দেন কিন সেটাই এখন দেখার।