নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনায় বান্দোয়ান থানার অন্তর্গত কুঁচিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে MDA প্রোগ্রাম অনুষ্ঠিত হয় , যেখানে প্রদীপ প্রজ্জালন ও ফিতা কেটে ফাইলেরিয়ার ওষুধ সেবনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এদিন প্রথমে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের BMOH কাজিরাম মুর্মু ওষুধ সেবন করেন। পাশাপাশি ফাইলেরিয়া বা গোদ কি, ফাইলেরিয়া থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং ফাইলেরিয়া মুক্ত সমাজ গড়তে ছাত্র-ছাত্রীদের কি করণীয় সে বিষয়েও বক্তব্য রাখেন। পাশাপাশি প্রধান শিক্ষক শিব শংকর সিং স্বয়ং ওষুধ সেবন করেন এবং ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করেন ও তার গুরুত্ব বুঝিয়ে বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কলেন্দ্রনাথ মান্ডি, বান্দোয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি রিঙ্কু মাহাতো সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।