নিজস্ব সংবাদদাতা: জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষ, আহত দুই প্রক্ষের প্রায় পাঁচজন। উভয় পক্ষের লিখিত অভিযোগ দায়ের রতুয়া থানায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রতুয়া থানার কমলপুর গ্রামে।
ঘটনা সম্পর্কে জানা গেছে কমলপুর গ্রামে প্রায় ৩২ শতক জায়গা ঘিরে রাজকুমার মহালদার ও উত্তম মহালদারের দীর্ঘদিনের বিবাদ রয়েছে। ইতিমধ্যে এই বিবাদ গড়িয়েছে আদালতে। তারই মধ্যে মঙ্গলবার রাজকুমার মাহালদারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিবাদী পক্ষের। লাঠিসোটা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ শোনা যায়। এমনকি বাড়ির একাংশে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ করেছেন রাজকুমার মন্ডল এর পরিবার।
এই ঘটনায় রাজকুমার মন্ডল সহ তিনজন রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উত্তম মাহালদার।
তিনি বলেন, “জমির মধ্যে আমাদের ভাগ থাকলেও সেই জমিতে আমাদের কাজ করতে দিচ্ছে না। আমরা বেড়া দিতে গেলে আমাদের মারধর করে। আগুন লাগানোর এবং মারধরের যে অভিযোগ করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন। নিজেরাই আগুন ধরিয়ে আমার উপরে দোষ চাপানো হচ্ছে”।
তিনি আরো অভিযোগ করে বলেন, “সামনে আমাদের আদালতে হাজিরার সময়। সেখানে হাজিরা দিতে যেন না পারি তার জন্য এই চক্রান্ত করা হচ্ছে”। যদিও অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।