ফেরি সার্ভিস বন্ধের নোটিশ! সমস্যায় দুই জেলার মানুষ

author-image
Anusmita Bhattacharya
New Update
coverf

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে। আগামী শনিবার ১ জুন রাজ্যে সপ্তম দফায় ভোটগ্রহণ। ভোটের মুখে রীতিমতো দুর্ভোগে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দারা। হলদিয়ার কুকড়াহাটী থেকে ভেসেলে রায়চক পেরিয়ে আশ্রম হয়ে ঘুরপথে ফিরছেন দক্ষিণ চব্বিশ (২৪) পরগনার ভোটাররা। হঠাৎ ডায়মন্ড হারবার ফেরি চলাচল বন্ধের নোটিশ দেখতে পাওয়া যায়। নোটিশ দেখে মানুষ চমকে যায়। পুনরায় কবে ফেরি পরিষেবা চালু হবে তা নিয়ে চিন্তিত রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই জেলার মানুষ। কুকড়াহাটী ফেরি সার্ভিসটি হলদিয়া সুতাহাটা থানার অন্তর্ভুক্ত।

নোটিশে উল্লেখ করা রয়েছে ডায়মন্ড হারবার জেটি খারাপ থাকার কারণে ফেরি সার্ভিস বন্ধ থাকবে। দুই জেলার বহু মানুষ কর্মসূত্রে বিভিন্ন ভাবে এই ফেরি পরিষেবা নিয়ে থাকেন। পূর্ব মেদিনীপুর জেলার অনেকেই কর্মসূত্রে এবং পড়াশোনার জন্য এই ফেরি দিয়ে ডায়মন্ড হারবার যান। কিন্তু হঠাৎ এই নোটিশ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের কাছে আবেদন করলেন ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলী। তিনি বলেন, 'যত শীঘ্র সম্ভব জেটি মেরামত করে এই ফেরি সার্ভিস পুনরায় চালু করা হোক'। 

Add 1