ফাটল! ভোগান্তির আশঙ্কা

ফাটল! মাথায় হাত স্থানীয়দের। বেহালা মহেশতলায় ফাটলের হাত ধরে ভোগান্তির শুরু।

author-image
Pallabi Sanyal
New Update
11243

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : ভোটের মুখে ফাটল আতঙ্ক। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও ফাটল আতঙ্ক গ্রাস করেছিল শহরতলীকে। বাড়ি ছেড়ে হোটেলে থাকতে হয়েছিল বাসিন্দাদের। তবে সেই স্মৃতি অতীতের। মেট্রোর ফাটল আতঙ্কের পর এবার ভোগাচ্ছে জলের লাইনের ফাটল। একেই প্রচণ্ড গরম। ঘন ঘন তেষ্টা আর স্নানের পরিস্থিতি তৈরি হয়েছে। এমন সময়ে কিনা পুরসভার জলের লাইন লিক! সকাল থেকে জলকষ্টে ভুগছে বেহালা ও মহেশতলা। বিকেলেও জল পরিষেবার বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। এদিকে লিকেজ ঠিক কোথায় হয়েছে তার সন্ধান পাওয়া যায়নি। ফাটলের উৎস খুঁজে বের করে মেরামতির পর স্বাভাবিক হবে জল পরিষেবা। কমবে কষ্ট। ঠিক কত সময় লাগবে সেটাই এখন জানতে চান এলকাবাসীর। ততোক্ষণ পর্যন্ত ট্যাঙ্কারে করে পুরসভা জল পাঠাবে কিনা সেটাও স্পষ্ট নয়।