নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এছাড়াও আবহাওয়া দফতরের জানানো হয়েছে, রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র।
জানা গিয়েছে, সেই জন্যই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি সপ্তাহে উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া দফতরের তরফে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীরা সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।