নিজস্ব প্রতিনিধি, ডেবরা: প্রয়াত হলেন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের পিতা সেখ আশেদ আলি। মৃত্যু কালীন বয়স ছিল ৯০।
বেশ কয়েকদিন ধরেই তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন। তারপর ছুটিও পান। আজ সকালে কলকাতার বাড়িতেই তার মৃত্যু হয়। কংগ্রেসের আমলে তিনি ডেবরার ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। গ্রামের বাড়ি ডেবরার বনবারাসতী এলাকাতেই শেষকৃত্য সম্পন্ন হবে তার। ইতিমধ্যে বিভিন্ন প্রান্তের আত্নীয়-স্বজন, তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা তার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন।