নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ দ্রুত বেগে যাত্রীবাহী বাস ধাক্কা মারলো রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরির পেছনে। এই ঘটনায় আশঙ্কাজনক বাসের চালক থেকে শুরু করে বেশ কয়েকজন যাত্রী। জানা গিয়েছে ঘটনাটি ঘটে আজ সকালে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার পাঁচখুরি বুড়াপাট এলাকায়।
সূত্র মারফত জানা গিয়েছে যে, স্থানীয়দের তৎপরতায় আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কেশপুর গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায় সেই সময় বাসে ছিলেন প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।