চাষের জলের পাম্প খারাপ, সমস্যায় কৃ্ৃষকরা, উচ্চ মহলে জানিয়েও মেলেনি সুরাহা

সমস্যায় কৃ্ৃষকরা।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: গত কয়েকদিন ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে চাষের জন্য ব্যবহৃত সরকারি পাম্প।আর যার জেরে সমস্যায় বেশ কয়েকটি মৌজার শতাধিক কৃষক। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধারাশোল এলাকায় একটি বড় পাম্প রয়েছে, যা তৈরি হয়েছিল সরকারের আর্থিক সাহায্য দিয়ে। বর্তমানে ওই পাম্পের জলে শতাধিক কৃৃষক অল্প টাকা দিয়ে জমিতে চাষ করতো। যার মূল্য হিসেবে দিতে হতো বিঘা প্রতি ৪০৮ টাকা। কিন্তু পাম্প খারাপ হওয়ায় ব্যাক্তিগত পাম্পে জল নিয়ে চাষ করতে হচ্ছে।

যার ফলে সমস্যার সত্যপুর, পশ্চিম ধারাশোল, বেঁউচ্যা, টাবাগেড়্যা মৌজার শতাধিক কৃষক। পাম্প সারানোর উদ্যোগ কেউ নিচ্ছেন না। কৃষকদের দাবী, এই সময় চাষের টাইম, প্রচুর জল লাগে। কিন্তু সরকারি জল না পাওয়ার আমাদের প্রচুর খরচ হচ্ছে। আমরা চাই এই পাম্প দ্রুত সারিয়ে দেওয়া হোক। 

পাম্প হাউসের বেনিফিশারী কমিটির দায়িত্ব এ থাকা প্রদীপ দাস জানান, '' আমি এক মাসে খারাপের কথা জানিয়েছিলাম, তারপর সারানো হয়েছিল। কিন্তু কদিন যাওয়ার পরে অবস্থা একই, ফের পাম্প খারাপ হয়ে যায়। জল বেরোচ্ছে না, এমত অবস্থায় কৃৃষকদের ব্যাপক ক্ষতি হবে। অপরদিকে ডেবরা পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ সুস্মিতা দত্ত বলেন, '' আমি এই বিষয়ে দপ্তরে কথা বলব, যাতে পাম্পটি সারিয়ে দেওয়া হয় এবং কৃৃষকরা চাষের জল পায়। তবে এই চাষের সময়ে আদৌ কৃৃষকরা সরকারি জল পাবে কিনা তার দিয়েই তাকিয়ে রয়েছেন তারা। ''