বেপোরায়া বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আহত কৃষক, বিক্ষোভে স্থানীয়রা

বিক্ষোভে স্থানীয়রা।  

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বেপোরায়া বালি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় আহত কৃষক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার কুমারডাঙ্গা গ্রামে। এই ঘটনার পরে একাধিক বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের দাবি, অবৈধভাবে বালি পরিবহন করা হচ্ছে। বেপোরোয়াভাবে গাড়ি চালানোর কারনেই এই দুর্ঘটনা বলেও দাবি গ্রামবাসীদের। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহঃস্পতিবার ভোরে দিলীপ কুণ্ডু নামে এক কৃষক ওন্দার মাকড়কোল থেকে সবজি নিয়ে ওন্দা বাজারে বিক্রি করতে আসছিলেন। আসার পথে কুমারডাঙ্গায় ওই কৃষককে ওভারটেক করতে গিয়ে  ধাক্কা মারে একটি বালি বোঝাই ট্রাক্টর। ধাক্কা মারার পরেই গুরুতর জখম ওই কৃষককে ভর্তি করা হয় ওন্দা সুপার স্পেশালিটি এবং সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার পর থেকেই রাস্তায় একাধিক বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এলাকায় এই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।