কারুর পৌষমাস কারুর সর্বনাশ! বৃষ্টিতে ফুরফুরে আমেজেও কৃষকদের মুখভার

কিসের চিন্তা তাদের?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-02-20 at 5.47.08 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: শীতের শেষলগ্নে হঠাৎ আবহাওয়ার ভোলবদল। সকাল থেকে আকাশের মুখভার, অন্ধকারাচ্ছন্ন চারিদিক। বেলা গড়াতেই দমকা হাওয়ার সাথে মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি। 

বৃহস্পতিবার সকাল থেকেই আবহাওয়ার এমনই ছবি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। সকাল থেকে সূর্যের দেখা নেই, অন্ধকারাচ্ছন্ন আবহাওয়া। এর সাথে বইছে দমকা হাওয়া ও মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি আবার কোথাও কোথাও শুরু হয়েছে ভারি বৃষ্টিও। শীতের সোয়েটার, টুপি এখনও ব্যবহার করতে হচ্ছে কারণ পাকাপাকি ভাবে শীতের বিদায় হয়নি। তার মাঝে এহেন আবহাওয়ায় শীতের অনুভূতি খানিক বেড়েছে বলাই চলে। আবহাওয়ার এই খামখেয়ালিপনা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের। চন্দ্রকোনায় এই সময় মাঠ থেকে পোখরাজ আলু তোলার কাজ চলছে। এমনিতেই নতুন আলু তুলতে গিয়ে দাম নেই আর তার উপর আলু কেনায় আগ্রহ নেই ব্যবসায়ীদেরও। মাঠে মজুত রয়েছে নতুন আলু। অসময়ের ভারি বৃষ্টিতে আলুতে ক্ষতির আশঙ্কায় কৃষকরা।