নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এর ফলেই কৃষক থেকে চাষের কাজের সাথে যুক্ত শ্রমিকরা বেজায় খুশি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় করে মাঠে চলছে আমন ধান রোয়ার কাজ। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ও গড়বেতার বিস্তীর্ণ এলাকায়। কৃষকদের দাবি, বৃষ্টির আশায় অনেকটাই পিছিয়ে গিয়েছিল চাষ। তাই অগত্যা কোনও উপায় না দেখে পাম্পের জলকেই ব্যবহার করে চাষের কাজ শুরু হয়েছিল আর্থিক ক্ষতিকে সামনে রেখেই। আর হঠাৎ করে নিম্নচাপের জেরে ২ দিনের বৃষ্টিতে কৃষি জমিতে দাঁড়িয়েছে জল। তাতেই ট্রাক্টর দিয়ে জমিতে চাষের কাজ শুরু হয়েছে জোর কদমে।