নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঠাণ্ডা পড়তে শুরু করেছে। বেলা গড়ালেও কুয়াশাচ্ছন্ন পশ্চিম মেদিনীপুর জেলার একাংশ। ফলে সমস্যায় পড়েছে যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। কুয়াশার কারণে ভোরে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। যদিও এখনও রাতে পাখা চলছে বলে জানান সাধারণ মানুষ।
একাধিকবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাষে। বিশেষ করে শেষ ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে পশ্চিম মেদিনীপুর জেলায় ভারি বৃষ্টি ও ঝড়ে আমন ধান নষ্ট হয়েছে বিঘার পর বিঘা। এখনও মাঠে লুটিয়ে পড়ে রয়েছে ধান গাছ।
গত কয়েকদিন ঘন কুয়াশার দাপটের কারণে আমন ধানের ক্ষতি হতে পারে বলে জানাচ্ছেন কৃষকেরা। সন্ধ্যা গড়িয়ে রাত পরদিন সকাল হয়ে বেলা গড়ালেও ঘন কুয়াশার দাপট লক্ষ করা যাচ্ছে জেলায়।
উল্লেখ্য, কুয়াশায় মোড়া পশ্চিম মেদিনীপুরের শহরের এলাকাগুলিও। সকাল থেকে দেখা নেই সূর্যের। বেলা বাড়তেই রোদের মুখ দেখা গেলেও তার তেজ কম। কুয়াশার জেরে কম দৃশ্যমান্যতা। রাস্তাঘাটে মানুষের সংখ্যাও কম। গুটি কয়েক পথচলতি মানুষের ছবি ধরা পড়লেও তাদের গায়ে রয়েছে চাদর। শীতের আমেজ রয়েছে এখনও।