বেহাল নিকাশি ব্যবস্থা, জমছে জল-চাষ করতে পারছে না কৃষকরা!বিরাট পথ অবরোধ

পাঁশকুড়ায় পথ অবরোধ কৃষকদের।

author-image
Aniruddha Chakraborty
New Update
l,mn

নিজস্ব সংবাদদাতা, পাঁশকুড়াঃ পাঁশকুড়া ব্লকের গোবিন্দ নগর অঞ্চলের জয়কৃষ্ণপুর- রাতুলিয়া পর্যন্ত রাস্তার দুইপাশে নিকাশি খাল, সেচ নালা নয়ানজুলি সংস্কারের দাবিতে পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরের কাছে পথ অবরোধ করলেন কৃষি বাঁচাও কৃষক বাঁচাও গ্রাম বাঁচাও কমিটি। মূলত দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবিতেই আজকের এই অবরোধ করা হয়। প্রায় ৩০ মিনিট ধরে চলে পথ অবরোধ। জানা গিয়েছে, পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। পরে পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে কৃষকদের সঙ্গে কথা বলে অবরোধ সরিয়ে দেয় ও যান চলাচল স্বাভাবিক করে।

l.

এই বিষয়ে প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী বলেন,"জয়কৃষ্ণপুর থেকে রাতুলিয়া পর্যন্ত ২ বছর ধরে অবৈধভাবে নির্মাণ গড়ে উঠেছে। জল জমে থাকার কারণে কৃষকরা চাষবাস করতে পারছে না।প্রশাসনকে ৫ দিন সময় দিলাম যদি এই সংস্কার না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।"

জানা গিয়েছে, আজকের এই পথ অবরোধে উপস্থিত ছিলেন নাজির হোসেন,আসিকুর রহমান, মঞ্জুর আলি, বিশ্বজিৎ দিন্ডা সহ একাধিক কৃষকরা।

Adddd