নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি রাজ্য জুড়ে মহিলাদের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ করে খুন, পর পর বেশ কয়েকটি এরকম ঘটনা রাজ্যবাসীর চোখের সামনে এসেছে। ফলে এই রাজ্যে নারী নিরাপত্তা ঘুরে ফিরে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে।
এমনই পরিস্থিতিতে উত্তর দিনাজপুরের করণদিঘিতে ধানের জমি থেকে উদ্ধার হল মানুষের কঙ্কালসার দেহ। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। যা জানা যাচ্ছে, বুধবার করণদিঘি থানার লাহুতাড়া-১ গ্রাম পঞ্চায়েতের কেশবপুর ধনগাঁ এলাকায় উদ্ধার হয়েছে কঙ্কালটি। একটি ধান জমিতে পড়ে থাকতে দেখা যায় এই নর কঙ্কাল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকায় রাজ্য সড়কের ধারে বিস্তীর্ন এলাকাজুড়ে ধানের জমি রয়েছে। এদিন রাস্তা থেকে ৩০০ মিটার দূরে পাকা ধান মেশিন দিয়ে কাটতে যান জমির মালিক। তখন আচমকাই সেখানে পড়ে থাকা কঙ্কালসার দেহটি নজরে আসে তাঁর। তিনি ভয় পেয়ে খবর দেন বাকিদের। খবর চাউর হতেই ঘটনাস্থলে জমায়েত হতে শুরু করেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য বাশেদ আলি ঘটনাস্থলে পৌঁছে থানায় খবর দেন। তড়িঘড়ি করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।
আপাতত, ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে সেটিকে। নর কঙ্কাল পুরুষ না মহিলার, তা এখনও চিহ্নিত করা যায়নি। ঘটনাস্থল সম্পূর্ণ ঘিরে দিয়েছে পুলিশ। স্থানীয়দের অনুমান, কঙ্কালটি সম্ভবত কোনও মহিলার। কারণ ওই ধানের জমিতে কিছু জামাকাপড়, গামছা, কানের দুল পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে কেউই সম্পূর্ণ নিশ্চিত হয়ে বলতে পারছেন না।
যদি কঙ্কালটি কোনও মহিলার হয়ে থাকে তাহলে ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। করণদিঘি থানার পুলিশ ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে।