নিজস্ব সংবাদদাতাঃ আজ ১৭ ই জানুয়ারি, শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রী সেলসিয়াস এবং দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রী সেলসিয়াস।
শৈত্যপ্রবাহে কাঁপছে সারা দেশ। সূত্র মারফত জানা গিয়েছে যে, মধ্য ভারতে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরে বাংলায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাঁকিয়ে বসবে উত্তরের হাওয়া। তবে বাংলায় বৃষ্টিপাতের কোণনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। এছাড়াও, জানা গিয়েছে যে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকে আসতে আসতে কমতে পারে শীতের তীব্রতা। তাই বলা বাহুল্য যে, শুধুমাত্র এই জানুয়ারি মাসটাই থাকবে শীতের তীব্রতা।
আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আজকে বাতাসে গতিবেগের পরিমাণ আছে প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ৭৯ শতাংশ। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ১৪ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও, আজ সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ আছে ১০১৮.০ মেগাবাইট। আজ বাতাসে দৃশ্যমানতার পরিমাণ হল ১.৪০ কিলোমিটার। এছাড়াও, আজ সূর্যের অতিবেগুনি রশ্মির পরিমাণ আছে কম। আজকে বাতাসে বায়ুর সূচকের মাত্রা দাঁঁড়িয়েছে ৩২৮ , অর্থাৎ আজ বায়ুতে দূষণের মাত্রা তীব্রতর হয়েছে। আবহাওয়া সম্পর্কে আরও জানতে ক্লিক করুন।