নিজস্ব সংবাদদাতা: নিজের ভাইপো সহ বেশ কয়েকজনকে অনৈতিকভাবে স্কুলের শিক্ষক নিয়োগ করিয়েছিলেন প্রধান শিক্ষক, আর সেই ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন। গতকাল আবারও গ্রেপ্তার হলেন তমলুক ব্লকের খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক। ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় স্কুলেরই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়াকে গ্রেপ্তার করল সিআইডি।
সোমবার সন্ধ্যায় তমলুক শহরে বাড়ি থেকে ওই অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ মার্চ খামারচক হাইস্কুলের ভুয়ো শিক্ষক অয়নকুমার দাসকে সিআইডি গ্রেপ্তার করেছিল। আর তার কয়েকদিন পর আবারও গ্রেফতার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক।
/anm-bengali/media/media_files/2025/03/18/3etgcx-663251.png)
এসএসসি পরীক্ষা ছাড়াই ২০০৯ সালে তাঁকে খামারচক হাইস্কুলে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। ২০১৯ সাল থেকে নিয়মিত শিক্ষক হিসেবে মাইনে পেতেন। সম্প্রতি শিক্ষকদের নথি ভেরিফিকেশনে সময় অয়নকুমার দাস 'ভুয়ো' শিক্ষক হিসেবে চাউড় হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) পলাশ রায় গত ৬ মার্চ তমলুক থানায় এফআইআর করেন।
উল্লেখ্য, গত বছর শুভেন্দু হাটুয়া নামে ওই স্কুলের আরও এক 'ভুয়ো' শিক্ষক গ্রেপ্তার হন। সেই সময় গ্রেপ্তার হয়েছিলেন প্রধান শিক্ষক অশোককুমার হাটুয়াও। সেইসঙ্গে ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন ডিআই (সেকেন্ডারি) চাপেশ্বর সর্দার। কয়েক মাস জেল খাটার পর চাপেশ্বরবাবু এবং অশোকবাবু জামিন পান। ফের ভুয়ো শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডি-র হাতে ধরা পড়লেন খামারচক হাইস্কুলের সদ্য অবসর নেওয়া প্রধান শিক্ষক এবং আরো এক সহ শিক্ষক।