জাল পাসপোর্ট বানিয়ে রমরমা! কীসের পরিকল্পনা চলছিল

দুই ব্যক্তির বাড়ি থেকে পাসপোর্ট সংক্রান্ত বেশ কয়েকটি বই বাজেয়াপ্ত করা হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breakinganm12

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশের অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে ভারতে ঢুকছেন একদল বাংলাদেশী। বহু অনুপ্রবেশকারী ঢুকছেন ভারতে। কেউ আবার বহু বছর আগে ভারতে এসে সমস্ত জাল ডকুমেন্ট বানিয়ে দিব্যি ঘাঁটি গেড়ে বসে রয়েছেন। ঠিক তেমনি জাল পাসপোর্ট চক্রের পান্ডারা বসে রয়েছেন তাদের কার্যসিদ্ধি করতে। 

এবার জাল পাসপোর্ট চক্রের পান্ডা গ্রেপ্তার মুর্শিদাবাদ থেকে। দুইজনকে একসাথে গ্রেপ্তার করেছে আসামের স্পেশাল টাস্ক ফোর্স। আসাম থেকে পশ্চিমবাংলার মুর্শিদাবাদে এসে চলে এই গ্রেপ্তার পর্ব। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার বহড়ানের বাসিন্দা মোহাম্মদ আব্বাস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ইউএপিএ ধারা লাগু করা হয়েছে। 

Arrest

তার কাছ থেকে দুটি মোবাইল সেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর চারটের সময় ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় স্পেশাল টাস্ক ফোর্স। অন্যদিকে এই ঘটনায় সমানভাবে জড়িত রয়েছেন হরিহরপাড়া থানার রুকুনপুরের বাসিন্দা মিনারুল শেখ। তাকেও গ্রেফতার করেছে এসটিএফ। ভোরে তার বাড়িতেও হানা দেয় এসটিএফ। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুইটি মোবাইল ফোন এবং একটি পেনড্রাইভ। 

দুই ব্যক্তির বাড়ি থেকে পাসপোর্ট সংক্রান্ত বেশ কয়েকটি বই বাজেয়াপ্ত করা হয়েছে। কিভাবে চলতো এই প্রক্রিযা, কতজন অনুপ্রবেশকারীকে বাংলায় ঢুকতে সাহায্য করেছেন এই অভিযুক্তরা তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত পারাপার করেই অনুপ্রবেশকারীদের হাতে এই জাল পাসপোর্ট তুলে দেওয়া হতো বলে মনে করছে স্পেশাল টাস্ক ফোর্স। 

ধৃতদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চালাবে এস টি এফ। তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয় আসামে। সে রাজ্যেও এমন চক্রের সঙ্গে অনেকেই জড়িত বলে অনুমান এস টি এফের।

terrorism