নিজস্ব সংবাদদাতাঃ সরকারি হাসপাতালে সরবরাহ করা হয়েছে জাল ওষুধ। এই কথাটা জানাজানি হওয়ার পরেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনই অভিযোগ উঠেছে রাজ্যের এক সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে।
/anm-bengali/media/post_attachments/c5a45515ea8708703be520b0c66710f735ef967bd34197e4ad41464838b0a86b.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, এক বহুজাতিক সংস্থার ওষুধের বাজারে প্রায় ২ হাজার টাকারও বেশি দাম। কিন্তু সেই ওষুধ সরকারি হাসপাতালে হাজার টাকারও কম দামে কেনা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এই একই ওষুধ আরো অনেক হাসপাতালে সরবরাহ করা হয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে যে এগুলি সম্পূর্ণ জাল ওষুধ।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এই ওষুধগুলি শিশুদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু এই জাল ওষুধ শিশুদের শরীরে গিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার এক পদক্ষেপ। তাই অবিলম্বে এই ওষুধের সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে যে, ওষুধ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/802a0b79226b5df2765076235d2a747bbb3cc234d8ed8242cdac1dc9cca60df6.jpg?size=1200:675)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)