নিজস্ব সংবাদদাতা: চিনার পার্কে আসল কেন্দ্রীয় বাহিনীর নকল আয়কর অভিযানে টাকা-গয়না নিয়ে পালানোর অভিযোগ। ঘটনায় ধৃত ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার-সহ ৫ CISF জওয়ান সাসপেন্ড। অফিসার-সহ ৫ CISF জওয়ানের বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ধৃত CISF ইনস্পেক্টর অমিতকুমার সিংয়ের পোস্টিং ছিল ফরাক্কা ব্যারাজে। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগকারিণীর সৎ মা আরতি সিং-কেও গ্রেফতার করেছে পুলিশ। আরতির সঙ্গে CISF-এর যোগসূত্র কী? লুঠের মাস্টারমাইন্ড কে? কীভাবে গোটা পরিকল্পনা? ধৃতদের জেরা করে এসব তথ্য পেতে চাইছে পুলিশ
/anm-bengali/media/post_banners/ZMIa3kvC8w3sAmR3Qbnn.jpg)