নিজস্ব সংবাদদাতা: অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ১০০ মিটারের মধ্যেই রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। খবর পেতেই অভিযানে নামলো সবং সার্কেলের আবগারি দপ্তর। লিটার লিটার চোলাই মদ নষ্ট করলো আবগারি দপ্তর।
অভিযানে হাজার হাজার লিটার চোলাই নষ্ট করলো আবগারি দপ্তর। আজ এলাকাবাসী গোপন ভাবে আবগারি দপ্তরকে খবর দেয় তারপরেই সকাল সকাল অভিযানে নামে সবং সার্কেলের আবগারি দপ্তরের ওসি মমতাজ বেগম ও তার টিম। পাশাপাশি পিংলার পাইকচকে পাউচ পাউচ ভর্তি চোলাই মদ, বড় বড় ড্রামে চোলাইয়ের সরঞ্জাম উদ্ধার করা হয়।