মনোনয়ন জমা নিয়ে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষ! আহত ৮

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীরা আজ অর্থাৎ শুক্রবার থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলে জানা গিয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রার্থীরা আজ অর্থাৎ শুক্রবার থেকে ১৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন বলে জানা গিয়েছে। আর  মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা প্রকাশ্যে এল।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের ভরতপুরের সালারে মনোনয়ন জমা দেওয়া নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়। ব্লক সভাপতির অনুগামীদের মারধরের অভিযোগ উঠেছে বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিধায়ক অনুগামীদের। সূত্রে খবর, দু-পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।